Published On:2016-01-01 12:00:00

Humanitarian support


Every year we organize and conduct Health Campaigns and Free Medical Treatment, Blanket distribution, to different remote rural areas of Bangladesh. So far around 1200 poor people have been benefited.

News & Events



Course Duration :

প্রতিবন্ধীদের উন্নয়নে চাই পৃথক অধিদফতরমানববন্ধনে বক্তাদের দাবি

Location :

প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে একটি অধিদফতর চালুর দাবি জানিয়েছে প্রতিবন্ধী সংশ্লিষ্ট একটি সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেছেন, নারীর প্রতিনিধিত্ব যেমন পুরুষ করতে পারে না; তেমনি প্রতিবন্ধী ব্যক্তির প্রতিনিধিত্ব অপ্রতিবন্ধী কোন ব্যক্তি করতে পারে না। প্রতিনিধিত্বের ক্ষেত্রে সবখানে অপ্রতিবন্ধী ব্যক্তির অবস্থানের ফলে প্রতিবন্ধী ব্যক্তিরা সুযোগ পাচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।